মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ত্রয়োদশ বিসিএস ফোরামের সভাপতি মাহবুব, সাধারণ সম্পাদক আলমগীর

যাযাদি ডেস্ক
  ২৮ এপ্রিল ২০২৫, ১১:০০
ত্রয়োদশ বিসিএস ফোরামের সভাপতি মাহবুব, সাধারণ সম্পাদক আলমগীর
মোহাম্মদ মাহবুবুর রহমানকে সভাপতি ও মো. আলমগীর হোসেন সাধারণ সম্পাদক

বিসিএস প্রশাসন ক্যাডারের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সভাপতি ও কর ক্যাডারের মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে বিসিএস ত্রয়োদশ ব্যাচের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। মোহাম্মদ মাহবুবুর রহমান সরকারে সাবেক সচিব ও মোঃ আলমগীর হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য। শনিবার শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি অনুমোদন করা হয়। ফোরামের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সাধারণ সভা ও পুনর্মিলনীর আয়োজন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় ত্রয়োদশ বিসিএস ফোরামের ৪৮ সদস্যের নির্বাহী পর্ষদ ও ফোরামের সহযোগী সংগঠন ত্রয়োদশ বিসিএস ফাউন্ডেশনের ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।

অধ্যাপক ডা. আনোয়ারুল করিমকে সভাপতি এবং বিচার সার্ভিসের ফওজুল আজিমকে সাধারণ সম্পাদক করে ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়।

পুনর্মিলনী উপলক্ষ্যে ফোরামের সদস্যদের কৃতিসন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে