সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

যাযাদি ডেস্ক
  ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২০
রাজধানীতে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
নিহত এসএসসি পরীক্ষার্থী মো. নাঈম

রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় মো. নাঈম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। টঙ্গী থেকে বিমানবন্দরগামী বিআরটিসির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে বেরিয়ে নাঈম উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনের সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নাঈমের সহপাঠীরা জানায়, তারা নাঈমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে বেলা সোয়া তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নাঈম উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। তার পরীক্ষার কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুলে।

উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ জানান, বিমানবন্দরগামী ট্রাকটি ওই শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার পর সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় উইমেন্স হাসপাতালে নেয়। বেলা সোয়া ৩টার দিকে নাঈমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি শামীম বলেন, ‘ওই শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে