রাজধানীতে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে স্বামী-স্ত্রীর নির্মম মৃত্যু হয়েছে।
পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে কমলাপুর রেলওয়ে পুলিশ। নিহতরা হলেন— মাসুম (২৮) ও ইতি আকতার (২৫)।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। রাতে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর থানার ওসি জয়নাল আবেদীন।
ওসি জানান, তারা চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলছিলেন। সেই সময় যমুনা নামের একটি ট্রেন এসে তাদের ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের করুণ মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তারা ঢাকার খিলক্ষেত এলাকায় থাকতেন। মাসুমের গ্রামের বাড়ি নরসিংদী ও ইতির বাড়ি ময়মনসিংহ জেলায়। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। স্বময়নাতদন্ত শেষে লাশ বুঝিয়ে দেওয়া হয়।