গোলাপগঞ্জে সাইবার বুলিং বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আলোচনা সভা
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৫, ১১:০৯

গোলাপগঞ্জে সাইবার বুলিং বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী।
গোলাপগঞ্জ জামেয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ ইখতিয়ার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জের উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল। জামেয়ার শিক্ষার্থী মোঃ মুজাহিদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) বলেন, সাইবার বুলিং থেকে নিরাপদে থাকতে হলে মোবাইল, ইন্টারনেট, ইউটিউব সহ তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতন এবং সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এখনো প্রযুক্তির হয়রানি শিকার না হলেও তোমরা যদি সতর্ক থাক এবং সাধারণ মানুষকে সচেতন করতে কাজ কর তাহলে তারাও হয়রানি থেকে বাঁচতে পারবে। তিনি সময়োপযোগী জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
যাযাদি/ এসএম