ভবিষ্যতে যেন আওয়ামী আর কোনও মিছিল করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জাহাঙ্গীরর আলম বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি যারা নিচের স্তরের পুলিশ সদস্য তাদের নিজ নিজ জেলায় রাখার। তাহলে তারা সহজেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে। তাদের (পুলিশ) ছুটির সংখ্যা খুবই কম।’
থানা পরিদর্শন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের থাকা, খাওয়ার ব্যবস্থা কেমন সেটি পরিদর্শন করছি। থাকা-খাওয়া ঠিকমতো না হলে পুলিশ সদস্যদের দিয়ে কাজ করানো যাবে না।’
যাযাদি/ এসএম