শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বেতনবৈষম্য নিরসনে তালা ঝুলছে ডাক অধিদপ্তরে

বিশেষ প্রতিনিধি
  ২২ নভেম্বর ২০২৪, ১৯:২০
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ, ডাক বিভাগীয় কমিটির উদ্যোগে তাদের ন্যায্য দাবী সহকারী, প্রধান সহকারী ও উচ্চমান সহকারীদেরকে সচিবালয়ের ন্যায় পদনাম প্রশাসনিক কর্মকর্তা ও বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণের লক্ষ্যে ২১ নভেম্বর ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ০৮:০০ ঘটিকায় ডাক অধিদপ্তরসহ ডাক বিভাগের সকল সার্কেল অফিসের কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং মূল ফটকে তালা ঝুলাইয়া দেন।

এতে করে ডাক অধিদপ্তরের আওতাধীন কোন কর্মকর্তা ও কর্মচারী তাদের কাজে যোগদান করতে পারেনি। সংগঠনের সভাপতি আবু নাসির খান বলেন বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ও বাহিরে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান সহকারী, সহকারী, উচ্চমান সহকারীসহ বিভিন্ন পদের পদবি ও বেতন স্কেল এক ও অভিন্ন হওয়া সত্তেও তৎকালীন সরকার ১৯৯৫ সালের প্রজ্ঞাপন জারী করে শুধুমাত্র সচিবালয়ের বর্ণিত পদগুলো আপগ্রেড করে প্রশাসনিক কর্মকর্তা পদবি পরিবর্তনসহ ১০নং গ্রেডে উন্নীত করে। ফলে সরকারি দপ্তরগুলোর মধ্যে পদবি ও বেতন বৈষম্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, গণভবন, বঙ্গ ভবনে বর্ণিত পদগুলোও আপগ্রেড করা হয়েছে, কিন্তু ডাক অধিদপ্তরের বর্ণিত পদগুলো অদ্যাবধি পূর্বের ন্যায় রয়ে গেছে। এ বিষয়ে ডাক অধিদপ্তরের গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ডাক অধিদপ্তর বর্ণিত পদগুলোকে আপগ্রেড করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে একটি প্রস্তাব প্রেরণ করেন। যার পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এর সভাপতিত্বে ২০ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় মূল এজেন্ডা বর্হিভুত সিদ্ধান্ত গৃহীত হয় ব‌লে তারা বিশ্বস্ত সূ‌ত্রে জান‌তে পা‌রেন এবং এর প্রতিবা‌দে ডাক অধিদপ্তর, মেট্রোপলিটন সার্কেল, কেন্দ্রীয় সার্কেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম, দক্ষিণাঞ্চল, খুলনা, উত্তরাঞ্চল, রাজশাহী, জিএম অফিস, ঢাকা ও জিএম অফিস খুলনার দফতরগুলোর মূল ফটকে তারা তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। এতে ডাক বিভাগে দুপুর ০১ ঘটিকা পর্যন্ত কোনো কাজ করতে পারেনি। পরবর্তীতে ডাক অধিদপ্তরের মহাপরিচালক তাদের সাথে আলোচনায় বসে ২০ তারিখের কার্যবিবরণীতে ‌আলোচ‌্য সূ‌চি মোতা‌বেক সিদ্ধান্ত গ্রহ‌ণের আশ্বাস প্রদান করা হলে কর্মসূচি তারা সাম‌য়িক স্থগিত করেন এবং আরো বলেন যৌক্তিক দাবীটি যদি সুপারিশ না করা হয় পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে যাবেন বলে জানান।

জনাব মোঃ রুকন উদ্দীন সাধারণ সম্পাদক, মোহাম্মদ জা‌কির হো‌সেন, মোঃ সিরাজুল ইসলাম, আঞ্জুমান আরা, জাহানারা বেগম, ম‌নিরুজ্জামান, সি‌দ্দিক হো‌সেন, সো‌হেল আহ‌মেদ, এরশাদ আলী প্রমূখ নেতৃবৃন্দ দাবী বাস্তবায়‌নে জোড়া‌লো বক্তব্য রাখেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে