থমথমে তিতুমীর কলেজ ক্যাম্পাস, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ১১:৫৫

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচিকে ঘিরে বিভিন্ন পয়েন্টে প্রায় তিনশত পুলিশ অবস্থান নিয়েছেন। এছাড়াও ক্যাম্পাসের ভিতর অবস্থান নিয়েছেন আন্দোলনকারীদের কিছু সংখ্যক শিক্ষার্থী। সব মিলিয়ে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সরেজমিন ক্যাম্পাসে ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে মহাখালী রেলগেইট এলাকায় সেনাবাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা গোলাম কিবরিয়া মুয়াজ জানান, ক্যাম্পাসের ভিতরে কীভাবে পুলিশ ঢুকলো একটার জবাব দিতে হবে। এর প্রতিবাদে আমরা ক্যাম্পাসের ভিতর একটি বিক্ষোভ মিছিল করবো বেলা ১২ টার সময়। আজকে আমাদের কর্মসূচি ক্লাস-পরীক্ষা বর্জন চলমান থাকবে।

নুরুদ্দিন নামের এক শিক্ষার্থী বলেন, এটা কি তিতুমীর কলেজ, নাকি যুদ্ধের ময়দান? শতশত পুলিশ মহড়া দিয়ে শিক্ষার্থীদের মধ্যে কি বার্তা দিতে চাচ্ছে?

শাকিল আহমেদ নামের আরেক শিক্ষার্থী বলেন, তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় হোক বা না হোক পুলিশ লাইন ঠিকই হয়ে গিয়েছে। আমার ক্যাম্পাসে পুলিশ কেনো?

পুলিশ জানায়, আন্দোলনের জন্য যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় আমরা ওই বিষয়টি দেখছি। আমাদের সদস্যরা শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে জানতে ক্যাম্পাসে গিয়েছিল। তারা আবর সাথে সাথেই ফিরে এসেছে।

উল্লেখ্য, তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো —

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।

২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।

৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

যাযাদি/ এসএম