মহাখালীতে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ, আটকে আছে ২ ট্রেন

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ১৩:০১ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১৪:১৫

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে লাইনে থাকা ২টি আন্তঃনগর ট্রেন আটকে রয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে ২টি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এর মধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। তাদের দাবি, মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মহাখালীতেই আসতে হবে।

ঢাকা বিভাগীয় রেলওয়ে মো. শফিকুল ইসলাম বলেন, ‘আজ সকালে উপক‚ল এক্সপ্রেস ট্রেনটিতে হামলার ঘটনা ঘটে বলে তিনি জেনেছেন। ট্রেনের গ্লাস  ভাঙচুর করা হয়। ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল।’

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, মহাখালী রেললাইন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। আমরা কমলাপুর থেকে কোনো ট্রেন ছাড়তে পারছি না। তারা রেললাইন থেকে সরে না গেলে ট্রেন চালানো সম্ভব হবে না। আমরা আলাপ-আলোচনা করছি।

এছাড়া সড়ক অবরোধ করায় মহাখালী এলাকায় চরম যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

এর আগে গত ২৪ অক্টোবরও একই দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করেছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ওইদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা মহাখালীর আমতলী এলাকায় অবস্থান নেন। ফলে মহাখালীসহ আশপাশের এলাকাগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়।

যাযাদি/ এসএম