রাজধানীর আজিমপুরের চুরি হওয়া সেই শিশু উদ্ধার

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৮

যাযাদি ডেস্ক
ছবি : যায়যায়দিন

রাজধানীর আজিমপুরে বাসায় চুরির সময় অপহরণ করা শিশু কন্যা জাইফা আক্তারকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করবেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
 
এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে এক তরুণী ও দুই তরুণ মিলে এক সরকারি কর্মকর্তা ফারজানার বাসায় ঢুকে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

বিয়ের ১০ বছর পর ফারজানা আক্তারের কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা। জাইফা আক্তার। আট মাসের একমাত্র সন্তানকে নিয়ে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের ভাড়া বাসায় আনন্দেই দিন কাটছিল তার। 

কিন্তু গতকাল শুক্রবার সকালে হানা দেয় দুর্বৃত্তরা। টাকা আর গহনা লুটের পর মায়ের কোল থেকে প্রাণের নিধি জাইফাকেও নিয়ে যায় তারা! সেইসঙ্গে হুমকি দিয়ে বলে যায়, ‘বাড়াবাড়ি করলে বিদেশে পাচার করে দেব তোর কন্যাকে!’

জাইফার মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা বিভাগে স্টেনোগ্রাফার পদে চাকরি করেন। বাবা আবু জাফর হাওয়ালাদার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তবে ঘটনার সময় বাবা বাসার বাইরে ছিলেন।

যাযাদি/ এস