শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কাকরাইলে সাদপন্থিদের বিশাল জামাত নিয়ে জুমা আদায়

যাযাদি ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২৪, ১৫:২৩
আপডেট  : ১৫ নভেম্বর ২০২৪, ১৫:২৫
ছবি: সংগৃহীত

ঢাকা কাকরাইল মসজিদে বিশাল জামাত নিয়ে জুমার নামাজ আদায় করেছেন তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থিরা।

জুমার নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর ১২টা ১০ মিনিটে নামাজ শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়।

শুক্রবার দুপুর ১২টার আগে হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা। প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুম্মা আদায় করেন মুসল্লিরা। নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে, রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়।

তবে আগে থেকেই তাবলীগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সাদপন্থিরা শুক্রবার সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেবেন বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন। সেই মোতাবেক আজ সকাল ৮টার দিকে তারা মসজিদে প্রবেশ করেছেন।

এদিন ভোর থেকে কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশ।

তাবলীগের জামাতের দুই পক্ষের বিরোধের পর থেকে মারকাজ মসজিদের নিয়ম ছিল ১৪ দিন থাকবেন সাদপন্থিরা আর ২৮ দিন থাকবেন জুবায়েরপন্থিরা।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে