বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

‘বইমেলা যেখানে হতো, সেখানেই হবে’

যাযাদি ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৪, ১৭:৩৯
ছবি : বইমেলা

বইমেলা আগে যেখানে হতো অর্থাৎরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা বলেন, “আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি। এবং বইমেলা আশা করা যায়- যেখানে হতো, সেখানেই হবে। এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না।”

এ নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে উল্লেখ করে মোস্তফা সরয়ার ফারুকী জানান, এ নিয়ে তিনটি মন্ত্রণালয় কাজ করছে।

প্রসঙ্গত, গত ছয়ই নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে কেবল বাংলা একাডেমি প্রাঙ্গণে আসন্ন অমর একুশে বইমেলা-২০২৫ আয়োজনের কথা জানানো হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন করা হবে না- এ সিদ্ধান্তটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে