বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে জাতীয় রাজস্ব বোর্ডের প্রশিক্ষণ কর্মসূচি

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
  ১১ নভেম্বর ২০২৪, ১১:০১
ফাইল ছবি

২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ০৯/০৯/২০২৪ খ্রি. তারিখ হতে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ সহজে এবং দ্রুত তাঁদের রিটার্ন তৈরী করে অনলাইনে দাখিল করতে পারছেন।

এ সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট(ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করদাতাগণ কর পরিশোধ করতে পারছেন এবং দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। এছাড়া পূর্ববর্তী বছরের দাখিলকৃত e-Return ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

এছাড়া www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন হতে করদাতাগণ e-Return সংক্রান্ত যে কোন সমস্যা e-mail এর মাধ্যমে জানাতে পারছেন যা দ্রুততম সময়ে নিস্পত্তি করা হচ্ছে। একইসাথে অনলাইনে রিটার্ন দাখিল বিষয়ক একটি ভিডিও টিউটোরিয়াল জাতীয় রাজস্ব বোর্ড এর ওয়েবপেইজ (www.nbr.gov.bd), ইউটিউব চ্যানেল www.youtube.com/@nbr.bangladesh এবং ফেইসবুক পেইজ www.facebook.com/nbr.bangladesh এ পাওয়া যাচ্ছে।

e-Return সংক্রান্ত যেকোন সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে। গত ১২/০৯/২০২৪ খ্রি. তারিখ বৃহস্পতিবার হতে উক্ত কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে অফিস চলাকালীন সময়ে ফোন করে করদাতাগণ e-Return সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন।

ইতোমধ্যেই সকল মন্ত্রণালয়/বিভাগে কর্মরত কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদানের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ হতে ০২ জন করে আইটি দক্ষতাসম্পন্ন প্রতিনিধির ToT প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে সকল তফশিলি ব্যাংক সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ এবং কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রায় ১৬০০ জন প্রতিনিধিকে প্রশিক্ষণ প্রদানের আয়োজন করা হয়েছে এবং অব্যাহত আছে।

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভূক্ত সকল সরকারি কর্মচারীগণের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের বাধ্যবাধকতার প্রেক্ষিতে অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ কর্তৃক বাস্তবায়িত SPFMS কর্মসূচীর আওতাধীন BACS and iBAS++ স্কিম হতে সকাল ০৮:০০ টা হতে রাত ১০:০০ টা পর্যন্ত ই-রিটার্নের সাথে সম্পর্কিত এ-চালান বিষয়ক প্রয়োজনীয় জরুরি সেবা প্রদানের জন্য একটি এ-চালান হেল্প ডেস্ক গঠন করা হয়েছে।

এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড এর ওয়েবসাইট www.nbr.gov.bd এবং www.etaxnbr.gov.bd এর Scroll এ ক্লিক করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত ফর্ম অনলাইনে পূরণ করে রেজিস্ট্রেশনপূর্বক জাতীয় রাজস্ব বোর্ড বরাবর অনলাইনে ই-রিটার্ন দাখিল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড হতে প্রশিক্ষণের তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।

করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইতোমধ্যেই e-return অপশন ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশন এর সংখ্যা ১০,৫০,০০০ (দশ লক্ষ পঞ্চাশ হাজার) এবং অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) অতিক্রম করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড সকল করদাতাকে মসৃণভাবে রিটার্ন দাখিল এবং ঝামেলাবিহীন ভাবে সেবা পেতে অনলাইনে রিটার্ন দাখিল করতে আহবান জানাচ্ছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে