মেজর পদে পদোন্নতি লাভ করেছেন আহসান হাবীব মোল্লা
প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ১৪:৩০
শহীদ তাজ উদ্দিন আহমেদ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক আহসান হাবীব মোল্লা মেজর পদে পদোন্নতি লাভ করেছেন।
তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক ২০০১ সালে নিয়োগপ্রাপ্ত মো:আহসান হাবিব মোল্লা ২০০২সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে কমিশন লাভ করেন। ২০০৫ সালে ২য় লেফট্যানেন্ট পদোন্নতি পান, ২০০৯ সালে লেফট্যানেন্ট পদে পদোন্নতি পান।
২০১৬ সালে ক্যাপ্টেন পদে পদোন্নতি পান ও ২০২৪ সালে মেজর পদে পদোন্নতি পান (যা ২৪ ডিসেম্বর ২০২০ সাল হতে কার্যকর হবে) তিনি স্বাধীনতা দিবস ও বিজয় দিবস প্যারেডসহ বহুবিধ রাস্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহন করেন।
তিনি ১০৪ বছরের মধ্যে নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুরের জেলায় প্রথম মেজর পদে পদোন্নতি পান। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা ও তিনি গাজীপুরের জেলার কাপাসিয়া উপজেলার শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। তাকে রেঙ্ক পরিয়ে দেন ব্রিগেডিয়ার জেনারেল মো:মিজানুর রহমান (এনডিসি, পিএসসি, ডিজি বিএনসিসি) ও লে:কর্নেল মো:আব্দুল কাদের হোসেন (পিএসসি)।
যাযাদি/ এস