রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

বিমানবন্দরে আটকা সাবেক ডিএমপি কমিশনারকে

যাযাদি ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৪, ১২:৫৬
ফাইল ছবি

পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছিলেন তিনি।

বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাকে আর বিমানে চড়তে দেওয়া হয়নি।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে আটকে দেওয়া হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র।

সূত্র জানায়, গোলাম ফারুক থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। তার সফরটি ছিল ব্যক্তিগত। তবে ইমিগ্রেশন পুলিশ তাকে দেশের বাইরে যেতে দেয়নি। তিনি বর্তমানে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে থানায় হস্তান্তর করা হবে নাকি বাড়ি ফিরে যাবেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

খন্দকার গোলাম ফারুক বাংলাদেশের নাগরিক। তবে তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে বলে জানা গেছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে