সচিবালয়ে ঢুকে বিক্ষোভ: অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৪, ১৭:০৩

যাযাদি ডেস্ক
ছবি : যায়যায়দিন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের দাবিতে সচিবালয়ে প্রবেশ করেন শতাধিক শিক্ষার্থী। এ সময় তাদের রুখে দিতে অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড় ৫৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর বিকেল পৌনে ৪টায় সচিবালয় থেকে তাদের আটক করে দুটি প্রিজন ভ্যানে তোলা হয়। 

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে, যেমন "আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই" ও "উই ওয়ান্ট জাস্টিস"।

সচিবালয়ের ভেতরে আটকা পড়া শিক্ষার্থীদের পুলিশ প্রিজন ভ্যানে তোলা হয়। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

যাযাদি/ এম