বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

যাযাদি ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৪, ১০:৫৪
ছবি : যায়যায়দিন

বেতন ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন ওষুধ কোম্পানির শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার সকাল ৮টা থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন জেএমআই কোম্পানি লিমিটেডের শ্রমিকরা। এতে মহাসড়কের ঢাকামুখী ও কুমিল্লামুখী উভয় লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল ১০টায় পর্যন্ত রাস্তার দু’পাশে শত শত গাড়ি যানজটে আটকে থাকতে দেখা গেছে।

এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রাস্তা অবরোধের পর ঘটনাস্থলে ছুটে গিয়ে আমি শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি।

বিক্ষোভকারী শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা আশ্বাস দেয়ার পরও শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে