রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

পুলিশ হত্যা মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ডিসি রমনা

যাযাদি ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৪, ১৪:১৯
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রমনা বিভাগের ডিসি সরোয়ার জাহান

শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলনের সময় যে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি সরোয়ার জাহান।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন সরোয়ার জাহান।

ডিএমপির রমনা বিভাগের ডিসি সরোয়ার জাহান বলেন, ‘৫ আগস্টের আগে আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলো ঊর্ধ্বতনের নির্দেশ মতো ক্লোজ করা হয়েছে। তবে যেগুলো হত্যা মামলা সেগুলো এখনও রুজু হচ্ছে। কারণ, ডিএমপি কমিশনার বলেছিলেন, যেগুলো হত্যা মামলা সেগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত মাসে শুধু রমনা বিভাগেই ১৩৫ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি বলেন, ‘গত মাসে বিভিন্ন কারণে আমার ডিভিশনে ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কর্মকাÐ আমরা চালিয়ে যাচ্ছি। এই তালিকায় যুবলীগ, আওয়ামী লীগের পদাধারী ব্যক্তিরাও আছেন। এমনকি, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। তাকে ছাত্র-জনতার আন্দোলনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’

সরোয়ার জাহান বলেন, ‘আসলে পলিটিক্যাল আইডেন্টিটা তো এখানে মুখ্য নয়, যারা অপরাধ করেছে, তারা আমাদের চোখেও অপরাধী।’

অস্ত্র ও মাদক উদ্ধারে যে অভিযানগুলো নিয়মিত চলে সেগুলো চলমান আছে বলেও জানান ডিসিও।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে