কারা অধিদপ্তরের ১৭ জেল সুপারের বদলি

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ১৭:০৩

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে ১৫ জেল সুপার ও ২ ভারপ্রাপ্ত জেল সুপারকে বদলি করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (৯ অক্টোব) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তারা হলেন-খুলনা জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ  রফিকুল কাদেরকে গাজীপুর জেলা কারাগার,ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো:শহিদুল ইসলামকে টাঙ্গাইল জেলা কারাগার, শেরপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খানকে মানিকগঞ্জ জেলা কারাগার, নড়াইল জেলা কারাগারের জেল সুপার মো:মুজিবুর রহমামকে হবিগঞ্জ জেলা কারাগার, পাবনা জেলা কারাগারের জেল সুপার মো:নাছির উদ্দিন প্রধানকে খুলনা জেলা কারাগার, গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো:জাবেদ মেহেদীকে কক্সবাজার জেলা কারাগার, লালমনিরহাট জেলা কারাগারের জেল সুপার মো:ওমর ফারুককে পাবনা জেলা কারাগার, বগুড়া জেলা কারাগারের জেল সুপার মো: আনোয়ার হোসেনকে গাইবান্ধা জেলা কারাগার, রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিমকে কুষ্টিয়া জেলা কারাগার, কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেকে নোয়াখালী জেলা কারাগার, নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো: গোলাম দস্তগীরকে শরিয়তপুর জেলা কারাগার, সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলমকে শেরপুর জেলা কারাগার,কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদকে বগুড়া জেলা কারাগার, কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো: শাহ আলম খানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার, গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো: মাঈন উদ্দিন ভূইয়াকে সুনামগঞ্জ জেলা কারাগার, খাগড়াছড়ি জেলা কারাগারের (ভারপ্রাপ্ত) জেলা সুপার মো:এনামুল কবিরকে রাজবাড়ী জেলা কারাগারের (ভারপ্রাপ্ত) জেল সুপার ও কুড়িগ্রাম জেলা কারাগারের (ভারপ্রাপ্ত) জেল সুপার মো:শফিকুল ইসলামকে সংযুক্ত কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে  সংযুক্ত করা হয়েছে। 

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রাজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

যাযাদি/ এম