সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

রাজধানীর আজম মার্কেট সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

যাযাদি ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৮
ছবি : যায়যায়দিন

রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত গাউসুল আজম সুপার মার্কেট সভাপতি মোতালেব মিয়ার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মার্কেটের ব্যবসায়ীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় গাউসুল আজম সুপার মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ব্যবসায়ীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, গত ১৭ বছর ধরে অবৈধভাবে মার্কেটের সভাপতির পদ ধরে রেখেছেন মোতালেব মিয়া। এই সময়ে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিদ্যুৎ এবং নিরাপত্তার নামে প্রতি মাসে অতিরিক্ত টাকা নিয়েছে।

তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোতালেবসহ কমিটির সদস্যরা সরাসরি ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে ৫ আগষ্টের পর কমিটির অন্য সদস্যরা পালিয়ে গিয়েছে। তবে মোতালেব এখনো মার্কেটের ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করে যাচ্ছে।

এসময় ব্যবসায়ীরা এই কমিটি বিলুপ্ত করে ভোটের মাধ্যমে কমিটি দেওয়ার জন্য সমবায় অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে