বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর সিরাজুল ইসলাম গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৫
গ্রেপ্তার হওয়া কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম বাট্রিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার মুগদা এলাকায় ছাত্র-জনতার ওপর সরাসরি হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মুগদা থানায় দুটি হত্যা মামলা রয়েছে।

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যৌথ বাহিনীর একটি টিম শনিবার বিকেলে মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের বিলাস বহুল প্যারাগন রিসোর্টে অভিযান চালায়। এ সময় রিসোর্টের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সিরাজুল ইসলাম বলেন, ‘আমি আমার পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছি। আমি জানি আমার ১টি মামলা রয়েছে।’

জেলা পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, এই রিসোর্টে অবস্থান করে সিরাজুল ইসলাম মূলত সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। উক্ত কাউন্সিলরের পরিবারের অন্য সদস্যরাও এ সময় রিসোর্টটিতে অবস্থান করছিলেন। তিনি যে কক্ষে অবস্থান করছিলেন, সেখানে অভিযান চালিয়ে নগদ প্রায় আড়াই লাখ টাকা জব্দ করা হয়। বর্তমানে উক্ত কাউন্সিলরকে শ্রীমঙ্গল থানা হেফাজতে রাখা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে