মাজারে হামলার বিরুদ্ধে বিটিপি’র প্রতিবাদ সভা

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬

যাযাদি ডেস্ক
ছবি : যায়যায়দিন

তরিকাপন্থি অরাজনৈতিক জাতীয় সংগঠন বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন মাজার ও দরবারসহ ধর্মীয় প্রতিষ্ঠানে একের পর এক ঘটে চলা ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে শুরু হওয়া উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভপতি খানদানী দরবারের পীর আবুল বাশার খান্দানী। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ ছাত্র-জনতার রক্তঝরা বিজয়কে পুঁজি করে, সমাজের শান্তি প্রতিষ্ঠার অগ্রপথিক পীর-দরবেশগণের মাজার ও খানকায় একের পর এক ন্যাক্কারজনক হামলা অগ্নিসংযোগ করে ফায়দা লুটছে ওলি বিদ্বেষীরা। আন্দোলনে নেতৃত্বদানকারী আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মূল সমন্বয়কদের এদিকে নজর দেয়ার সময় এসেছে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা জাকির হোসাইন। অনুষ্ঠানে স্মারকলিপি পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ডেমরাস্থ চিস্তিয়া খানকার পরিচালক মো. শামসুল আলম চিস্তি।

বিশেষ অতিথির বক্তব্যকালে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, “ ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার মতো সমাজে নৈরাজ্য সৃষ্টির ধৃষ্ঠতায় মেতেছে ওলি বিদ্বেষীরা। বিজয়কে অর্থবহ করতে সকল শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা সময়ের দাবি। অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই ”।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহ মিডুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন টঙ্গিস্থ পাগাড় দরবারের শাহছুফি আলী রেজা পেহলভী হায়দার, আল কদমী দরবারের আমিনুল এহসান ফেরদৌস, শাহছুফি দ্বীন মোহাম্মদ নিজামী চিশতী, শাহছুফি মুক্তার রেজা মাসুমী, গাছতলা দরবারের পীর খাজা আরিফুর রহমান, সৈয়দ মাজেদুল হক চাদপুরী প্রমুখ।

যাযাদি/ এস