শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

বন্যায় ২৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ: দুর্যোগ উপদেষ্টা

যাযাদি ডেস্ক
  ২৭ আগস্ট ২০২৪, ১৫:২৯
ছবি: সংগৃহীত

চলমান বন্যায় দেশের ১১ জেলায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এসব তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত বন্যায় মোট ২৭ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ১০ জন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৫ জন, কক্সবাজারে ৩ জন এবং ফেনী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন।

ত্রাণ উপদেষ্টা বলেন, ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দী ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, সবার কাছে ত্রাণ পৌঁছাতে চেষ্টা চলছে। দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টার দিয়ে ত্রাণ পৌঁছানো হচ্ছে।

ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার পরে নতুন করে প্লাবিত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানান এই উপদেষ্টা। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পানি উন্নয়ন বোর্ড দিতে পারবে বলে জানান তিনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে