শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২২ আগস্ট ২০২৪, ১২:৪৭
ছবি : যায়যায়দিন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের নদীর তীরবর্তী মথুরাপুর, রাধাপুর, দীঘলবাক, গালিবপুর, মাধবপুর সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। মাধবপুর স্কুলে বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ওয়ার্ড মেম্বার আকলু মিয়া।

সুত্রে জানাযায়, বিপুল পরিমাণ বৃষ্টির কারনে ও উজানের ঢলের পানি নেমে আসায় কুশিয়ারা নদীর পানি উপচে উঠছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে নদীর পানি। ঝুঁকিতে রয়েছে কুশিয়ারা ডাইক। যেকোন মুহূর্তে এই ডাইক গুলো ভেঙে পানি প্রবেশ করলে ফসলের ব্যাপক ক্ষতিসহ নবীগঞ্জবাসী বন্যায় চরম আক্রান্ত হতে পারেন বলে আশংকা করছেন স্থানীয়রা।

ইতিমধ্যে অনেক নীচু জায়গায় এবং কুশিয়ারা নদীর তীরবর্তী বাড়ীঘরে পানি ঢুকে পড়েছে। কেউ কেউ স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ স্বজনদের বাড়ীতে আশ্রয় নিয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে