রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে : শেরপুরে সেনাপ্রধান

শেরপুর প্রতিনিধি
  ২৫ জুলাই ২০২৪, ২২:৩৪
ছবি : যায়যায়দিন

চলমান আন্দোলনে দেশজুড়ে নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন হয়েছে। এরই অংশ হিসেবে ১৯ পদাতিক ডিভিশনের ১৩ বীরের সেনা সদস্যরা শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করে।

বেলা ১১টায় ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ সময় সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন সিজিএস লে. জেনারেল মোহাম্মদ শাহিনূল হক, কিউএমজি লে. জেনারেল মুজিবুর রহমান ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাসিয়ুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়াও এই সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ মো. আবিদ হোসেন পিপিএম, শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে