ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রবি বা সোমবারের মধ্যে দেশে মোবাইল ইন্টারনেট চালু হবে।
তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
টানা পাঁচদিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়।
অবশেষে পুরোদমে দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর ঘোষণা এলো।
যদিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকছে।
যদিও প্রতিমন্ত্রী পলক আশ্বাস দিয়েছেন, রবি সোমবারের মধ্যেই দেশে পুরোদমে মোবাইল ইন্টারনেট চালু হবে। তবে মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা যাবে কি না সে সম্পর্কে স্পষ্ট করে কিছু সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।
যাযাদি/এসএস