অল্প সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছি: সেনাপ্রধান

প্রকাশ | ২৪ জুলাই ২০২৪, ১৫:৫৮

যাযাদি ডেস্ক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সড়কে যান চলাচল স্বাভাবিক। মূলত সমস্যাটা ছিল ঢাকায়। দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা অল্প সময়ে সব নিয়ন্ত্রণ করতে পেরেছি।

বুধবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন সেনাপ্রধান।

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমি ঢাকা থেকে শেরপুর আসার পথে সড়কে যানবাহনসহ মানুষের চলাচল স্বাভাবিক দেখেছি। বাংলাদেশ সেনাবাহিনী অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে।’

সেনা সদস্যদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আমাদের হয়তো আর অল্প কিছু দিন থাকতে হবে।’

এর আগে সেনাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে অবতরণ করে। সেখানে সেনা সদস্যদের সালাম গ্রহণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ সময় লে. জেনারেল শাহিনুল হক, মজিবুর রহমান এবং চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মাসিয়ুর রহমান ছাড়াও ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, শেরপুরে জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার (এসপি) আকরামুল হোসেনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম