নির্বাহী আদেশে সরকারি সাধারণ ছুটি বাতিল করে আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার নতুন সময়সূচি নির্ধারণ করে সরকারি-বেসরকারি অফিস আদালত-ব্যাংক ও বিমা চালুর ঘোষণা দিয়েছে সরকার। এদিন সব অফিসের কার্যক্রম চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত।
মঙ্গলবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধ ও বৃহস্পতিবার ( ২৪ ও ২৫ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ব্যাংকের লেনদেনও চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত। একই সময়ে চলবে পুঁজিবাজারের লেনদেনও। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, বুধবার থেকে নির্ধারিত শাখার মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। এর সময়সূচি হবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
তিনি আরও বলেন, শাখা নির্ধারণ করবে স্ব স্ব ব্যাংক। যেহেতু নিরাপত্তার বিষয় রয়েছে, তাই ব্যাংকগুলোই সিদ্ধান্ত নেবে তারা কোন এলাকায় কোন শাখা খোলা রাখবে।প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। দেশজুড়ে মোতায়েন করা সেনাবাহিনী। আগের দিন বৃহস্পতিবার রাতেই সারাদেশে বন্ধ হয় ইন্টারনেট সেবা। পরে গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আর পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা।
যাযাদি/ এসএম