দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবে শিক্ষক ফেডারেশন
প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ২০:১৭
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারসহ আরও দুই দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলন বন্ধ হচ্ছে না। এদিকে বিগত দিনগুলোর মতো আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
রোববার (১৪ জুলাই) সকাল ১০টায় শিক্ষক ফেডারেশনের সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ আমাদের শিক্ষক ফেডারেশনের সভা ছিল সেখানে আন্দোলন চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে গতকাল শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন শিক্ষক ফেডারেশনের নেতারা।
বৈঠক শেষে ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্ক্রিম নিয়ে শিক্ষকদের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল। সেটি দূর হয়েছে। এটি আগামী বছর চালু হবে। তার এই কথার পরিপ্রেক্ষিতে শিক্ষক ফেডারেশনের সভাপতি আখতারুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাওয়া ভালো জিনিস। কিন্তু যদি সেটি হয়ে থাকত তাহলে উনি (ওবায়দুল কাদের) যখন প্রেস ব্রিফিং করছিল সেখানে তো আমাদেরও হাসিমুখে দাঁড়িয়ে থাকার কথা ছিল।
তিনি বলেন, আমরা কি ছিলাম সেখানে? ছিলাম না। আমরা বের হয়ে পরে কথা বলব বলেছি। সব কথা কি আমাদের মুখ ফুটে বলতে হবে? তবে ওনারা আমাদের ডেকেছেন সেটাতে আমরা খুশি হয়েছি। আশা করি আবারও আমাদের ডাকা হবে।
শিক্ষকদের আন্দোলন নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, আন্দোলন যেহেতু তারা চালাবেই চালাতে থাক। চালাতে চালাতে যখন ক্লান্ত হয়ে যাবে তখন বলব। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে গিয়ে অধ্যাপক আখতার বলেন, প্রধানমন্ত্রী যদি এই কথা বলে থাকেন তাহলে এটি একটু হতাশাব্যঞ্জক। আমরা তো উনার ওপরই আস্থা রাখছিলাম যে তিনি আমাদের বিষয়টা ভালো করে শুনবেন।
যাযাদি/এসএস