শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১

নবনিযুক্ত সিনিয়র সচিব মো. মশিউর রহমানের কারা অধিদপ্তর পরিদর্শন

যাযাদি ডেস্ক
  ০৩ জুলাই ২০২৪, ১০:৫৩
মো. মশিউর রহমান, এনডিসি, সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ নবনিযুক্ত সিনিয়র সচিব মো. মশিউর রহমান এনডিসি ৩ জুলাই, ২০২৪ কারা অধিদপ্তর পরিদর্শন করবেন । সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মেহেদী মোর্শেদ স্বাক্ষরিত পত্রে জানা যায় ৩ জুলাই ২০২৪ তিনি কারা অধিদপ্তর পরিদর্শন করবেন।

কারা অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন। বর্তমানে বাংলাদেশের ৬৮টি কারাগারে প্রায় ৩২ হাজার ধারণ ক্ষমতার বিপরীতে ৬৭ হাজার বন্দি অবস্থান করছে, যা ধারধক্ষনতার দ্বিগুণেরও বেশি।

কারা অধিদপ্তর ব্যতিত সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সিনিয়র সচিবের কারা অধিদপ্তর পরিদর্শনকালে নতুন অর্থবছরের বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি সম্পাদন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি নিরূপন, কারা বিভাগের সেবা সহজীকরণ সহ কারা বিভাগের বিদ্যমান জনবল সমস্যা, কারা কর্মকর্তাদের আপগ্রেডেশন ও পদোন্নতির সমস্যা নিরসন এবং কারা বিভাগের নানাবিধ বিষয় নিয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

তিনি পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘর তথা মৃত্যুঞ্জয়ী সেলগুলো পরিদর্শন করতে পারেন বলে জানা গেছে। কারা অধিদপ্তর এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

সম্প্রতি বগুড়া জেলা কারাগার হতে চারজন ফাঁসির বন্দি পলায়নের ঘটনাটি সারা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করায় সিনিয়র সচিবের আলোচ্য পরিদর্শনে কারাগারগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে