ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। রোববার সকালে মাদ্রাসার ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
বন্ধ ঘোষিত হল দুটি হলো- আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহিম হল। ঘোষণা অনুযায়ী এরই মধ্যে শিক্ষার্থীরা হল ছেড়েছেন। এরপর হল দুটি সিলগালা করেছে মাদ্রাসা প্রশাসন।
মাদ্রাসার অধ্যক্ষ ও হল সুপার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহিম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
হল বন্ধের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার হলে উদ্ভূত অনাকাক্সিক্ষত ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধŸতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে হলে অবস্থান করা সব শিক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়।
পরদিন শুক্রবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি ও সংগঠনের মর্যাদা ক্ষুণœ হয় এমন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক কমিটি স্থগিত করা হলো।
এদিকে, আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহিম হলের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে মাদ্রাসা প্রশাসন। এ কমিটি সোমবার (আজ) ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে।
যাযাদি/ এস