মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ওজন কমাতে চান?

যাযাদি ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ১৮:০৮
ওজন কমাতে চান?
ছবি: সংগৃহীত

ওজন কমাতে ডায়েটে কাটছাঁট করেছেন। নিয়মিত শরীরচর্চাও করছেন। তাতেও কাঙ্ক্ষিত ফল মিলছে না? ওজন বশে রাখতে চাইলে যেমন পুষ্টিকর খাবার খাওয়া দরকার, তেমনই হিসেব-নিকেশ করতে হয় ক্যালোরির। শারীরিক কসরত করলে প্রোটিনের জোগানও পর্যাপ্ত রাখতে হয়।

কিন্তু শুধুই প্রোটিন নয়, সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট— সব কিছুই প্রয়োজন। আর দরকার, ক্যালোরি মেপে খাওয়া। কী ভাবে কম ক্যালোরির খাবারেও প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সম্ভব।

২০২০ সালে ‘জওয়ানি জানেমন’ ছবি দিয়ে পা রাখেন বলিউডে। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবিও করে ফেলেছেন পূজা বেদীর মেয়ে আলায়া ফার্নিচারওয়ালা। সেই সব ছবির কোনওটিই বড়মাপের ‘হিট’ না হলেও, ‘জওয়ানি জানেমন’ ছবিতেই অনেকের নজর কেড়েছিলেন অভিনেত্রী।

বছর ২৬-এর আলয়া সুন্দরী। তাঁর চেহারাও ঈর্ষণীয়। নিয়মিত শরীরচর্চা করেন অভিনেত্রী। তিনি শেখালেন, কী ভাবে প্রোটিন পাউডারের সঙ্গে কয়েকটি উপকরণ মিশিয়ে নিলেই তা হতে পারে ‘সুপার ফুড’।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে