শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

খুশকির জ্বালায় অস্থির?

যাযাদি ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৪, ১৭:০৯
ছবি: সংগৃহীত

গাঢ় রঙের পোশাক পরে যদি মাথার চুল থেকে খুশকি ঝরে পরে আপনার পোশাকের উপর, তবে সকলের সামনে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয় বইকি। তাই শীত আসার আগেই খুশকির সমস্যার সমাধান করে ফেলুন।

সারা বছর খুশকির সমস্যায় জেরবার থাকেন অনেকেই। শীতকালে খুশকি নিয়ে অস্বস্তি যেন আরও বেড়ে যায়। খুশকি তাড়াতে অনেকেই বাজারচলতি বেশ কিছু শ্যাম্পু ব্যবহার করেন। তাতে সাময়িক সমাধান হলেও খুশকির সমস্যা কিছুতেই দূর হতে যায় না।

গাঢ় রঙের পোশাক পরে যদি মাথার চুল থেকে খুশকি ঝরে পরে আপনার পোশাকের উপর, তবে সকলের সামনে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয় বইকি। তাই শীত আসার আগেই খুশকির সমস্যার সমাধান করে ফেলুন।

বিশেষ এক রকম তেল মেখে মাথায়, যা খুশকির সমস্যা থেকে রেহাই তো দেবেই, পাশাপাশি মাথার তালুতে চুলকানির সমস্যাও দূর করবে।

নারকেল তেলের পাশাপাশি তিলের তেলও মাথায় মাখেন। তিলের তেল মাথার তালুতে র‌্যাশ, চুলকানি বা যে কোনও সমস্যা দূর করতে পারে। এতে রয়েছে ভিটামিন বি, ই, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, যা চুলের গোড়া মজবুত করে।

তিলের তেলে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট যা অকালে চুল পাকার সমস্যাও দূর করে। তিলের তেলের সঙ্গে আরও কিছু উপাদান মিশিয়ে নিয়ে নিজেই বানান এমন একটি তেল যা খুশকির সমস্যা চিরতরে নির্মূল করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে