মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সাদা গাড়িতে করে ছিনতাই: ব্যাগের সাথে ছেঁচড়ে নেওয়ারও ঘটনায় যা বললেন ভুক্তভোগী

যাযাদি ডেস্ক
  ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৩
সাদা গাড়িতে করে ছিনতাই: ব্যাগের সাথে ছেঁচড়ে নেওয়ারও ঘটনায় যা বললেন ভুক্তভোগী
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি প্রাইভেটকার থেকে ছিনতাই করার ভিডিও, যেখানে ছিনতাইকারীরা ফুটপাতে দাঁড়িয়ে থাকা ভুক্তভোগী এক নারীর ব্যাগের সঙ্গে তাকেও রাস্তায় টেনে-ছেঁচড়ে নিয়ে যায় অনেকটা পথ।

পরে জানা যায়, মর্মান্তিক এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে।

গত শনিবার (২৬ এপ্রিল) সকালে ঘটে যাওয়া এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরতর আঘাত পেয়েছেন। ছিন্তাইকারীরা তখনই পালিয়ে যায়।

পরে গণমাধ্যম সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী একজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি বর্তমানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর অধীনে গাজীপুরের টেলিকমিউনিকেশন স্টাফ কলেজে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

একটি গণমাধ্যমে দেওয়া ভুক্তভোগীর বর্ণনায় জানা যায়, গত শনিবার (২৬ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে একটি বিশেষ ক্লাসে যোগ দিতে তিনি গাজীপুর যাওয়ার জন্য, সিদ্ধেশ্বরীর নিজের বাসার সামনে ফুটপাতে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

সেসময় একটি সাদা প্রাইভেটকার তার কাছে এসে থামে এবং হঠাৎ করেই গাড়ি থেকে তাঁর ব্যাগ টেনে নেওয়া হয়। ব্যাগের স্ট্র্যাপ হাতে প্যাঁচানো থাকায় তিনি পড়ে গিয়ে অনেকদূর পর্যন্ত গাড়ির সঙ্গেই ছেঁচড়ে যান।

তিনি বলেন, ‘অনেকদূর পর্যন্তই আমি ওভাবে ছেঁচড়ে ছেঁচড়ে চলে যাই। আমি ঠিক বলতে পারবো না যে ওই মুহূর্তে কেমন অনুভব করছিলাম।

তারপরে যখন উঠলাম, তখন আমি একাই উঠলাম নাকি কেউ ধরে উঠালো সেটাও আমি বলতে পারবো না। আমার শরীর খুব কাঁপছিল।’

ভুক্তভোগী জানান, তাঁর ব্যাগে মোবাইল ফোন, ব্যাংক কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল।

ঘটনার পর স্থানীয়রা তাঁকে চিকিৎসার পরামর্শ দিলেও তিনি কর্তব্য পালনের সংকল্পে নিজ উদ্যোগে ‘বিশেষ ক্লাস’ করতে গাজীপুর ক্যাম্পাসে যান। সেখানে প্রশিক্ষণ কর্তৃপক্ষের সহায়তায় তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

চাঞ্চল্যকর ছিনতাইয়ের এ ঘটনায় ভুক্তভোগী ব্যস্ততার জন্য নিজে বাদী হয়ে মামলা করছেন না এবং মামলা করতে অনীহার কথা জানিয়ে বলেন, ‘প্রশাসন দায়িত্ব নিক, তারা দায়িত্ব নিয়ে যা করার সেটা করুক।

এখানে আমাকেই কেন মুভ করতে হবে? আমার কেন বাদী হতে হবে? এটা একটা দেশের একটা সার্বিক অবস্থা, প্রশাসন নিজেই ব্যবস্থা নিক।

তিনি আরও জানান, ‘আমি শুধু একটা সাধারণ ডায়েরি করতে চাই, যাতে আমি আমার প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইলটা ফিরে পেতে পারি। এজন্য একটা সাধারণ ডায়েরি করতে চাই।’

https://www.youtube.com/watch?v=yxKWanGMTV8

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে