মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সঙ্গিনীকে তৃপ্ত করতে জানুন এই বিশেষ কৌশল

যাযাদি ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২৪, ১৮:২৫
ছবি: সংগৃহীত

শারীরিক সম্পর্কের আগে দু’জনের প্রস্তুতির পর্বকে বলা হয় ফোর প্লে৷ ফোর মানে হল আগে বা পূর্বে৷ মূল ম্যাচের আগে যেমন ওয়ার্ম আপ ম্যাচ থাকে, এও ঠিক তেমনই৷ ফোর প্লে-এর আদরের উপর অনেকটাই নির্ভর করে মূল যৌন সঙ্গমের তৃপ্তি৷ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে৷

শারীরিক সম্পর্ক বা যৌন সঙ্গম সুখের হয় ফোর প্লে-এর গুণে৷ বলছেন সেক্সোলজিস্ট প্রফেসর ডক্টর সারাংশ জৈন৷ তাঁর মতে, ফোরপ্লে আপনার যৌনজীবনকে রোমাঞ্চকর করে তোলে৷ আবার অন্যদিকে, অতিরিক্ত ফোর প্লে যৌনজীবনে অতৃপ্তিরও কারণ৷ সে বিষয়েও সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ৷

যে কোনও জুটির ক্ষেত্রেই নারী ও পুরুষের যৌনচাহিদা ও এর প্রকাশের ধরন ও মাত্রা আলাদা৷ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় পুরুষের উৎসাহ থাকে সম্পর্কের মূল অংশ বা ইন্টারকোর্সে৷ অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে ছবিটা ঠিক উল্টো৷ তাঁরা ইন্টারকোর্সের তুলনায় পছন্দ করেন ফোর প্লে৷

মূল যৌন সম্পর্ক বা ইন্টারকোর্সের আগে ভালবাসার বহিঃপ্রকাশকেই বলা হয় ফোরপ্লে৷ ফোর অর্থাৎ মূল সম্পর্কের আগে উষ্ণতার খেলা৷ ইন্টারকোর্সকে উপভোগ্য করে তোলার পথ সুগম করে এই পর্ব৷

তবে ফোর প্লে-এর উপর খুব বেশি নির্ভর করবেন না৷ মূল পর্বের আগে এটা আপনার সঙ্গিনীকে উত্তেজিত করার উপায় মাত্র৷ অন্যান্য সমস্যার কারণে শারীরিক সম্পর্কের ইচ্ছে চলে গেলে কিন্তু ফোর প্লে-ও ব্যর্থ হবে৷ সেক্ষেত্রে চিকিৎসকের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই৷

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে