লিপস্টিক কেন এমন দেখতে জানেন ? শুনলে লজ্জা পেয়ে যাবেন...

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ১৯:৫০

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রাচীন সিন্ধু সভ্যতার নারীদের মাঝে মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ঠোঁটে লিপস্টিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন মিশরীয়রা সামুদ্রিক গাছ থেকে আরোহিত পার্পল রংয়ের সঙ্গে কিছু রঞ্জক মিশিয়ে লিপস্টিক হিসেবে ব্যবহার করতেন তারা।

প্রাচীন সভ্যতায় কীভাবে ব্যবহার হয়ে আসছে লিপস্টিক জানেন? লিপস্টিক সাধারণত মহিলাদের দ্বারা ব্যবহৃত হয় এবং রূপচর্চার ক্ষেত্রে এটি একটি অন্যতম উপাদান। বর্তমানে সাজসজ্জা ছাড়া যেন আমরা ঘর থেকে বাইরে এক পা ফেলার কথা ভাবতে পারি না। 

তবে আজকের দিনে লিপস্টিকের বহুল ব্যবহার হলেও এই লিপস্টিক কী পুরানো দিনেও ব্যবহার হত? সাজগোজের অপরিহার্য এই রঙিন ঠোঁটকাঠির বিবর্তনের ইতিহাস খুললে। জানা যায়, লিপস্টিকের ব্যবহার বহু প্রাচীন। 

রানি ক্লিওপেট্রা তাঁর ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতেন যা তৈরি হত মেরুন রংয়ের বিটল পোকা থেকে তার ফলে ঠোঁটে একটি গাঢ় লাল আভা ফুটে উঠত তা ছাড়াও বেজ দেওয়ার জন্য ব্যবহৃত হত পিঁপড়ে।

প্রচলিত বহুদিনের মত, লিপস্টিকের এই আকার দেওয়ার পিছনে রয়েছে এক বিশেষ কারণ। পুরুষদের একটি বিশেষ অঙ্গের সঙ্গে মেলে বলেই নাকি এমন আকার দেওয়া হয়েছে লিপস্টিকের।

যাযাদি/ এম