সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৫, ১৪:২২
শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
ছবি: যায়যায়দিন

শেরপুরের শ্রীবরদীতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেনে।

শনিবার ২৬ এপ্রিল সকালে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা ও হাড়িয়াকোন গ্রাম সংলগ্ন পাহাড়ী ঢেউফা ও বালিজুরী-তাওয়াকুচা গ্রামের সোমেশ্বরী নদীতে ওই অভিযান পরিচালনা করা হয়। গহীন পাহাড়ের ভিতরের ওই নদীতে প্রায় ৩ কিলোমিটার হেঁটে অভিযান চালানো হয়।

এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি বাঁশের মাচা ও তাওয়াকুচা অংশে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

কিন্তু কোন বালু উত্তোলনকারীকে পাওয়া যায়নি। অভিযানের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, জেলার সকল বালু মহল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে শেরপুর জেলায় ইজারাভুক্ত কোন বালু মহল নেই। বালু উত্তোলনকালীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে