রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

রামগতিতে ৪টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৫, ১২:১১
রামগতিতে ৪টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান
ছবি: যায়যায়দিন

লক্ষ্মীপুরের রামগতিতে চারটি ইটভাটার মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ২৬ এপ্রিল দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার চর রমিজ ইউনিয়নের বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। অভিযান ও জরিমানা আদায় এবং গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হচ্ছে, মেসার্স ফোর স্টার ব্রিকস (মালিক আবু তাহের - ৪ লাখ টাকা), মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (মালিক গিয়াস উদ্দিন - ২ লাখ টাকা), মেসার্স শাহজালাল ব্রিকস (মালিক মো. দিদার - ২ লাখ ৫০ হাজার টাকা) এবং মেসার্স শাহ পরান ব্রিকস (মালিক মো. আকবর - ২ লাখ টাকা) জরিমানা করেন।

এ সময়, লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের রামগতি উপজেলা টিম ও রামগতি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গুড়িয়ে ধ্বংস করা ও জরিমানা করা ইটভাটাগুলো চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের।

একই দিনে মহাসড়কের পাশে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বালু বিক্রয় এবং পরিবহণের অপরাধে আরও সাতজন বালু ব্যবসায়ী ও মোটরযান চালককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার জন্য তাদের কে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, তিনটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়। যে চারটি ইটভাটাতে অভিযান পরিচালনা করা হয় তাদের কোনোটিরই পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স নেই, মাটি সংগ্রহের অনুমোদন এবং ছিদ্রযুক্ত ইট উৎপাদনের কোন ব্যবস্থাপনা নেই। ওই ভাটাগুলোর চিমনি ভেঙে দিয়ে ভাটার ক্ষতি সাধন ও কাচা ইট বিনষ্ট করা হয়। পরে চারটি ইট ভাটার মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় ও সতর্ক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে