মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় ১৫ হাজার লিটার অপোরিশোধিত সয়াবিন তেলসহ একটি তেলবাহী লরি ও দু'টি ট্রলার জব্দ করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত ১২ টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট থেকে তেলবাহী লরি ও ট্রলার জব্দ করা হয়।
এর আগে চোরচক্রটি তেতৈতলা সংলগ্ন মেঘনা নদীতে দু'টি ট্রলার থেকে বিশেষ উপায়ে পাইপলাইনের মাধ্যমে লরিতে তেল ভরার সময় স্থানীয় লোকজন দেখলে ট্রলার ও লরি রেখে পালিয়ে যায় চক্রটি। চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলার দু'টি গজারিয়া নৌ-পুলিশে দিয়েছে স্থানীয়রা। আর লরি থানা পুলিশের কাছে হস্তান্তর হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তেতৈতলা এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে জলযানের মাধ্যমে বিভিন্ন সময়ে অবৈধ ভাবে তেল চুরি করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১২ টার দিকে তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় দু'টি ট্রলার থেকে পাইপলাইনের মাধ্যমে লরিতে তেল ভর্তি করছিল চক্রটি। এমন সংবাদ পেয়ে এলাকাবাসী পাকরাও করলে দু'টি ট্রলার ও তেলবাহী লরি ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি। স্থানীয়রা লরি ও ট্রলার দু'টি আটক করতে সক্ষয় হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তেলসহ তেলবাহী লরি জব্দ করে থানায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক তেতৈতলা গ্রামের এক ব্যক্তি জানান, গোপালগঞ্জের বাসিন্দা বোরহান উদ্দিন ও স্থানীয় বিএনপি নেতা মোকলেস দেওয়ান তেতৈতলা এলাকায় বছরের পর বছর অবৈধ চোরা তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে চায় না। তবে, অভিযুক্তদের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, বিষয়টি
আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।