বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ি থেকে পাইপগান উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৪
আপডেট  : ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪৬
নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ি থেকে পাইপগান উদ্ধার
ছবি: যায়যায়দিন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের এক লন্ডন প্রবাসীর বাড়ি থেকে দেশিয় একটি পাইপগান পুলিশ উদ্ধার করেছে। উক্ত পাইপগানটি পরিত্যক্ত অবস্থায় লন্ডন প্রবাসী পুকুর পাড়ে পাওয়া যায়। গতকাল বুধবার বিকালে পাইপগানটি উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ আউশকান্দি ইউপির জালালপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী ইকবাল মিয়ার বাড়ির সামনে পুকুর ঘাটের পাড়ে দেশীয় লোহার ও প্লাস্টিক এর তৈরি পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে ।

নবীগঞ্জ থানার এসআই কাজল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত পরিত্যক্ত পাইপ গানটি জব্দ করেন।

নবীগঞ্জ থানার ইনচার্জ মো. কামাল হোসেন, দেশিয় পাইপগান উদ্ধারের কথা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে