বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ভাঙ্গুড়ায় ৫ মাদকসেবীর কারাদন্ড 

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৬
আপডেট  : ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৫১
ভাঙ্গুড়ায় ৫ মাদকসেবীর কারাদন্ড 
ছবি: যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটককৃত পাঁচ মাদকসেবীকে অর্থদন্ড ও কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ২৩ এপ্রিল বেলা ১২টার দিকে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের বিচারিক ভ্রাম্যমান আদালতে আটককৃতদের হাজির করলে, আদালত তিনজনকে এক মাস এবং দুইজনকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদন্ড দেয়া হয়।

দন্ডপ্রাপ্তদের কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, পৌর সদরের চৌবাড়িয়া গ্রামের জিল্লুর রহমান (৩৫), উত্তর মেন্দা গ্রামের আব্দুল বারী (৭০) ও হৃদয় হোসেন (২৩), অষ্টমনিষার ইউপি'র সাহানগর গ্রামের রইচ উদ্দিন (৫০) এবং দক্ষিণমেন্দা কালীবাড়ি মহল্লার উজ্জ্বল হোসেন (৩০)।

অভিযানকালে তাঁদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা ও নেশাজাতীয় ট্যাবলেট জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সাগর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার বলেন, ‘মাদকদ্রব্য নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে