বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

হেফাজত নেতাদের মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে : আসিফ নজরুল 

যাযাদি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৫, ১২:১৯
হেফাজত নেতাদের মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে : আসিফ নজরুল 
উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ইসলামবিদ্বেষী হাসিনা সরকারের সময়ে আলেম-উলামাদের বিরুদ্ধে বহুরকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, ‘এসব নির্যাতনের অন্যতম কৌশল ছিল মিথ্যে মামলা প্রদান।’

বুধবার (২৩ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন।

উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি লিখেন, ‘হেফাজতে ইসলামের নেতারা ফারাবীর বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন।

আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।’

তিনি আরও লিখেন, ‘দোয়া করবেন, সব মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে