নতুন মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদিন তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় হাসানুল হক ইনু, মোহাম্মদপুর থানার পৃথক তিনটি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টার একটি মামলায় সাবেক কাউন্সিলর সলুকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখান। এরপর আসামিপক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
যাযাদি/ এস