ইভানের অর্থ আত্মসাতের মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০০

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

অর্থ আত্মসাত, স্বাক্ষর জালিয়াতি ও দলিল চুরির অভিযোগে বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক এর আদালতে সি.আর মামলা দায়ের করা হয়েছে। 

মামলার তথ্য বিবরণীতে জানা যায় অভিযুক্ত ওমর রেজা ইভান ব্যবসার মূলধনের কথা বলে বিভিন্ন সময়ে ৯ লক্ষ ৯০ হাজার টাকা গ্রহণ করলেও বাদীকে টাকা পরিশোধ না করে উল্টো টাকা চাইতে গেলে জীবননাশের হুমকি প্রদান করে এছাড়া বাদীর স্বাক্ষর জালিয়াতি করে বাদীকে গ্যারান্টার (জামিনদার) দেখিয়ে ব্যাংক ঋণ গ্রহণ করে এবং বাদীর অফিসের গুরুত্বপূর্ণ নথি চুরি করে।

মামলাটি দায়ের করেন এটকম ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য পিবিআই কে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্তের নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য অভিযুক্ত ইভানের বিরুদ্ধে এ ধরণের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলেও মূলত জমির দালালি, আদম ব্যবসা ও প্রতারণা করাই ইভান ওরফে বাটপার ইভানের পেশা।

যাযাদি/ এস