নরসিংদী কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গি গ্রেপ্তার

প্রকাশ | ২৪ জুলাই ২০২৪, ১৭:০৬ | আপডেট: ২৪ জুলাই ২০২৪, ১৭:১৬

যাযাদি ডেস্ক
ছবি-সংগৃহিত

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। 

বুধবার (২৪ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ১৯ জুলাই (শুক্রবার) বিকেল সোয়া ৪টার দিকে নরসিংদী জেলা কারাগারে হামলা চালনো হয়।

গ্রেপ্তার দুই নারী জঙ্গি হলেন- ইসরাত জাহান মৌ ও খাদিজা পারভিন মেঘলা।

এ সময় ৮২৬ বন্দি কারাগার থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়া ২১৬ জন বন্দি গত দুই দিনে আত্মসমর্পণ করেছেন বলে জেলা কারাগার সূত্রে জানা গেছে।

অন্যদিকে কারাগারে হামলায় জড়িত সন্দেহে বুধবার দুপুর পর্যন্ত ২১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যাযাদি/ এম