মিরসরাইয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ | ১৮ জুলাই ২০২৪, ১২:২৪

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

দৈনিক যায়যায়দিনের মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক দেশ রুপান্তরের মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই সরকারি কলেজের অধ্যাপক সাইফুল হক সিরাজী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠের মিরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু, সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার, দৈনিক বাণিজ্য প্রতিদিনের স্টাপ রিপোর্টার মুহাম্মদ দিদারুল আলম, দৈনিক আলোকিত বাংলাদেশের মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ইত্তেফাকের মিরসরাই প্রতিনিধি মো. ইউছুফ, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলার মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার, প্রচার সম্পাদক দৈনিক সময়ের আলোর মিরসরাই প্রতিনিধি সাদমান সময়, ক্রীড়া সম্পাদক দৈনিক আমার সংবাদের মিরসরাই প্রতিনিধি ফিরোজ মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাধারার স্টাপ রিপোর্টার আজমল হোসেন, ডিবিসি নিউজের রিপোর্টার মেহরাজ হোসেন, বাংলাধারার মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু, সাংবাদিক জাবেদ ভূঁইয়া, আক্তার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা জন্মলগ্ন থেকে দলমতের উর্ধ্বে সত্য ও ন্যায়ের পক্ষে গণমানুষের কন্ঠস্বর হিসেবে সংবাদ পরিবেশন করে চলেছে। এ সময় উপস্থিত সকলেই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়েছে।

যাযাদি/ এস