কিশোরগঞ্জে যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ | ২২ জুন ২০২৪, ১৭:০৮

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকা’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বিকালে রিপোটার্স  ক্লাব কিশোরগঞ্জের কার্যালয়ে  উপজেলা প্রতিনিধি আহসানুল হক চন্দনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নীলফামারী-৪  আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি এম আর আলম ঝন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শান্তা প্রমানিক, ইউপি সদস্য সফিকুল ইসলাম, হোসেইন মোহাম্মদ সেলিম রেজা, সাংবাদিক শাকিল ইসলাম,   এনামুল হক সোহেল, শফি মিয়া, আইনুল হোসেন, মুফতি মাহমুদ সহ রিপোটার্স ক্লাবের সকল সদস্য।

এ সময়  নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক দৈনিক যায়যায়দিন প্রত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন-যায়যায়দিন পত্রিকা একটি বহুল আলোচিত জনপ্রিয়  দৈনিক। এটি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে। সাংবাদিকরা হলো জাতির দর্পন, সংবাদ প্রকাশে সকলকে যাবতীয় ভয়ের উর্ধ্বে এসে সংবাদ প্রকাশ করতে হবে। এক্ষেত্রে কোন আপোষ করা যাবে না । তাহলে সমাজের পরিবর্তন সম্ভব। 

যাযাদি/ এম