ভৈরবে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ | ১৬ জুন ২০২৪, ১৮:০৯
কিশোরগঞ্জের ভৈরবে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে দেশের স্বনাধন্য জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকায় ১৯ বছরে পদার্পন ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আজ রবিবার সকালে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে ভৈরব প্রেস ক্লাবের এর সভাপতি অধ্যাপক সামছুজ্জামান বাচ্ছুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনার সভায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়ারা জজ মো: হেলাল উদ্দিন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর সভার মেয়র ইফতেখার হোসেন বেনু,ভৈরব চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ভৈরব সাংবাদিক সমিতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামন ফারুক,ভৈরব প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বাক্কী বিল্লাহ, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সাধারন সম্পাদক মো:আলাল উদ্দিন প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাকলী খেলাঘর আসরের সাধারন সম্পাদক নজরুল ইসলাম রিপন।
এসময় উপস্থিত ছিলেন সময় টিভির ভৈরব প্রতিনিধি মো: ফজলুর রহমান,দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি তুহিনি মোল্লা,দৈনিক সংবাদের ভৈরব প্রতিনিধি ও সাপ্তাহিক দিনের গানের সম্পাদক সোহেল সাশ্রু,দৈনিক খবর পত্রের ভৈরব প্রতিনিধি আব্দুর রউফ,বৈশাখী টিভি ও দৈনিক কালের কন্ঠের ভৈরব প্রতিনিধি মো: আদিল উদ্দিন আহমেদ,গাজী টিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম,আর টিভির ভৈরব প্রতিনিধি আল আমিন টিটু,গ্লোব টিভির ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটন,দৈনিক দেশ বর্তমান এর ভৈরব প্রতিনিধি এম আর রুবেল,জাগো নিউজ ২৪ ডট কম এর ভৈরব প্রতিনিধি রাজিবুল হাসান,মোহনা টি়ভি ও দৈনিক কাল বেলার ভৈরব প্রতিনিধি মো: জামাল মিয়া, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর ভৈরব প্রতিনিধি মিল্লাদ হোসেন অপু,ডিবিসি টিভির ভৈরব প্রতিনিধি আশরাফ হোসেন তুর্জা,সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার বার্তা সম্পাদক ও কন্টেন ক্রিয়েটর মো: নাজির আলামিন প্রমূখ।
এসময় বক্তরা বলেন, দৈনিক যায়যায়দিন অত্যন্ত সুনামের সাথে ১৮ বছর অতিক্রান্ত করে ১৯ বছরে প্রদার্পন করেছে।তার এই পত্রিকার স্থানীয প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং সম্বৃদ্ধি কমনা করেন।
পরে স্থানীয় প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন এবং একটি আনন্দ শোভাযাত্রার মাধ্যমের জন্মদিনের কর্মসূচী সমাপ্ত হয়।
যাযাদি/ এস