আগামী দিন যায়যায়দিন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাটি হাটি পা পা করে কিশোর থেকে যৌবনে ১৯তম পদার্পণ করেছে পাঠক নন্দিত সবার প্রিয় জাতীয় দৈনিকটি। দিনটি উপলক্ষে আয়োজনের কমতি ছিলো না কোথাও ।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে জেজেডি ফ্রেন্ডস ফোরাম আয়োজিত মুকুল একাডেমি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের উপাধ্যক্ষ কাকলী খাতুনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুকুল একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি ইরতিজা হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্কুলের অধ্যক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(তদন্ত) সজল খান উপজেলা সমাজ সেবা অফিসার মো. শহিদুজ্জামান মামুন, ঘাটাইল উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামুরিয়ার ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিংস, ঘাটাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ন, দৈনিক প্রথম বেলা ঘাটাইল প্রতিনিধি,মীর আলেয়া, দৈনিক সকালের সময় ঘাটাইল প্রতিনিধি প্রেসক্লাব ঘাটাইলে সহ সভাপতি আবু মো. শোয়েব ডন, দৈনিক আ্ইবার্তা টাঙ্গাইল প্রতিনিধি ইমরান হোসেন, প্রেসক্লাব ঘাটাইলের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, প্রেসক্লাব ঘাটাইলের সাংগঠনিক সম্পাদক ঘাটাইল ডট কমের নির্বাহী পরিচালক, দৈনিক আমাদেরে নতুন সময় পত্রিকার ঘাটাইল প্রতিনিধি সরোয়ার জাহান কলি, প্রেসক্লাব ঘাটাইলের সভাপতি দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আর্য্য মুকুল একাডেমির শিক্ষক সাজেদুর রায়হান,ঝুমুর দাস, মোমিন সরকার বিশিষ্ঠ সংগীত শিল্পি মো. রুহুল আমীন খোকন খোকনসহ বিভিন্ন গন্যমান্য স্কুলের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম