শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বোরহানউদ্দিনে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
  ০৯ জুন ২০২৪, ১০:২২
ছবি-যায়যায়দিন

ভোলার বোরহানউদ্দিনে জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে অর্ধশত ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। যায়যায়দিনের ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে ৮ জুন শনিবার সকালে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা ক্যাম্পাসে ওই চারা রোপণ করা হয়।

বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে চারা রোপণ করে কমর্সূচির উদ্বোধন করেন। ওই সময় সংক্ষিপ্ত বক্তৃতায় মো. রফিকুল ইসলাম যায়যায়দিনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভোলা একটি উপকূলীয় জেলা।

প্রাকৃতিক ঝড়-ঝঞ্ঝার সঙ্গে এ দ্বীপের মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করছে। গাছ না লাগিয়ে ক্রমাগত বনভূমি ধ্বংসের ফলে প্রাকৃতিক বিপযর্য় বেড়ে চলেছে।

পতিত জমি ফেলে না রেখে প্রত্যেকের উচিত গাছ লাগানো। এতে প্রাকৃতিক ভারসাম্যের পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবার শতভাগ গ্যারান্টি থাকে।

উপস্থিত সবাইকে তিনি উপকূল বাঁচাতে গাছ লাগানোসহ গণসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় ফ্রেন্ডস ফোরামের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ পৌরসভার প্যানেল মেয়র হারুন অর রশিদ, সহ-সভাপতি মো. নাসিরউদ্দিন, বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারি অধ্যাপক ইত্তেফাক প্রতিনিধি মো. মনিরুজ্জামান,বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস দাস,অন্যান্য শিক্ষক সহ ফ্রেন্ডস ফোরামের বন্ধু অসীম কুমার পন্তি, মঞ্জুর হোসেন, সাদ্দাম হোসেন,শাকিল আকন,শাকিল সরকার,অন্তর ইসলাম উপস্থিত ছিলেন।

বেলা বারোটার সময় শতবর্ষী বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে চারা রোপণ কমর্সূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান-উজ্জামান। ওই সময় তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছ পরিবেশকে সুন্দর রাখে। ফল ও অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচায়।

দৈনন্দিন প্রয়োজনে বৃক্ষের ব্যবহার বহুবিধ। তাই প্রত্যেকের উচিত কমপক্ষে ১টি করে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ লাগানো। এ সময় তিনি বাড়ির আশপাশে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। ওই সময় মাদরাসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী, ফ্রেন্ডস ফোরামের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ,মাদরাসার উপাধ্যক্ষ এ.এইচ.এম অলিউল্যাহ সহ মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সকালে যায়যায়দিনের উনিশ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে। - উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম, বোরহানউদ্দিন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে