রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

কর্ণফুলীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ জুন ২০২৪, ১৪:৫৪
আপডেট  : ০৮ জুন ২০২৪, ১৪:৫৫
ছবি-যায়যায়দিন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দৈনিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৮ জুন ) দুপুরে উপজেলা মিলনায়তনে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনটি পালিত হয়। কর্ণফুলী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী প্রেস ক্লাবের সভাপতি মোরশেদুর রহমান নয়ন, কর্ণফুলী ফ্রেন্ডস ফোরামের আহবায়ক সিরাজুল ইসলাম হৃদয়।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইমরান হোসেন, আকরাম হোসেন রানা, সগীর মাহামুদ, বেলায়েত হোসেন,উপজেলা ফ্রেন্ডস ফোরামের সদস্য এম এ রহিম, মহি উদ্দিন রানা, ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করছেন যায়যায়দিন। দেশের উন্নয়ন, মানুষের অধিকার ও বঞ্চিতদের পক্ষে যায়যায়দিন কাজ করে। ১৯ বছরে দেশের মানুষের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। করোনাকালে দেশের অনেক বড় বড় সংবাদপত্র বন্ধ ছিল কিন্তু যায়যায়দিন এসময় মানুষকে সাহস যুগিয়েছে।

এসময় কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জান্নাত যায়যায়দিনের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে